ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোদায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২ জুলাই ২০২৫  
বোদায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ফটো

পঞ্চগড়ের বোদায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মণ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭)।

বুধবার (২ জুলাই) দুপুরে ময়দানদিঘি-তেপুকুরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ ও চালক আব্দুস সালামকে আটক করে।

আরো পড়ুন:

নিহত দিপু চন্দ্র বর্মণ উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মণের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বোদা উপজেলা শহর থেকে দিপু-কামিনী মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে আহত হন।

এর মধ্যে, দিপুর অবস্থা ছিল গুরুতর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘‘ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটকে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়