হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বুধবার (২ জুলাই) উপজেলার মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। অপরজন চালক নাঈম আহমদ জয়। তিনি সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসের ইনচার্জ (ওসি) পরিমল দেব বলেন, ‘‘মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। এর মধ্যে, দুজনের মৃত্যু হয়েছে। বাকিরা আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে মডেল বাজারে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা/মামুন/রাজীব