চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত ইব্রাহিম বাবু (৩২) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ইব্রাহিম বাবু জেলার দর্শনা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের ৩২ নম্বর হালদার পাড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার সুজিদ কুমারের বরাতে নাজমুল হাসান বলেন, ‘‘বুধবার বেলা ১২টার দিকে ঝাঝাডাঙ্গা সীমান্তের ৭৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে একদল সোনা পাচারকারী ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন ইব্রাহিম বাবু। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের কৃঞ্চনগর হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে।’’
ঢাকা/মামুন/রাজীব