ঝিনাইদহে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী মনোয়ারা খাতুন (৬০) নামে এক নারী মারা গেছেন।
শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া মনোয়ারা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মন্ডলের মেয়ে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, আজ সকালে ইজিবাইকে করে ঝিনাইদহ যাচ্ছিলেন মনোয়ারা খাতুন। ইজিবাইকটি আমতলা বাজার সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে গিয়ে দাঁড়ায়। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখী পিকআপ ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। মনোয়ারা খাতুন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক মনোয়ারা খাতুনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ