ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৫ জুলাই ২০২৫   আপডেট: ১৬:০৫, ৫ জুলাই ২০২৫
বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর দড়িবাউশিয়া এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর মতলব দক্ষিণের বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহমুদুল হাসান (৩১) ও কাশিমপুর গ্রামের মেহেদী (৩০)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘‘ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়