ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

উল্টো রথে শেষ হলো উৎসব

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৫ জুলাই ২০২৫  
উল্টো রথে শেষ হলো উৎসব

কলাপাড়ায় উল্টো রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তরা।

পটুয়াখালীর কলাপাড়ায় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বৃষ্টিকে উপেক্ষা করে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চিংগড়িয়া হয়ে আবার মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।

এতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ভক্তবৃন্দ অংশ নেন। এ সময় ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এছাড়া পটুয়াখালী পৌর শহরের জুবলী বিদ্যালয় সংলগ্ন ইসকন মন্দিরসহ সব উপজেলার মন্দির থেকে উল্টো রথযাত্রা বের করা হয়।

আরো পড়ুন:

এদিকে এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি রথযাত্রায় থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ আশ্রমে ফেরেন, আর সেই উপলক্ষেই অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। প্রতি বছর হাজারো ভক্ত এ উৎসবে অংশ নেন।

চিংগড়িয়া এলাকার সম্রাট কর্মকার বলেন, “প্রতি বছর এ উৎসবকে ঘিরে এলাকা জুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য।”

আখড়াবাড়ি এলাকার সুমন চন্দ্র হাওলাদার বলেন, “বৃষ্টির মধ্যেও রথ টানতে পারাটা সত্যিই পরম সৌভাগ্যের বিষয়। রথের রশি ধরার সঙ্গে সঙ্গে মনে এক ধরনের শান্তি আর আনন্দ কাজ করছে। পৃথিবীর সব প্রাণী মঙ্গল হোক জগন্নাথ দেবের কাছে, এটাই আমাদের চাওয়া।”

শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের সভাপতি টিঙ্কু মুখার্জী বলেন, “বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তদের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে আমাদের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। আমরা বিশ্ব শান্তি এবং সব জীবের শান্তি কামনা করেছি।”

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, “রথযাত্রা উপলক্ষে শহরে পর্যাপ্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে।”

ঢাকা/ইমরান/মেহেদী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়