ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দখল-দূষণে নাকাল বাকিলাবাসী

অমরেশ দত্ত জয়, চাঁদপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ৫ জুলাই ২০২৫  
দখল-দূষণে নাকাল বাকিলাবাসী

চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বাকিলা বাজার

বাকিলা চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী একটি বাজার। তবে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বাকিলা বাজারের ব্যবসায়ীরা আছেন অভিভাবক সংকটসহ নানা ঝুঁকিতে। বাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানে তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। তবে দ্রুত বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) দুপুরে বাকিলা বাজারে গেলে বিভিন্ন অব্যবস্থাপনার কথা জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

আরো পড়ুন:

সরজমিনে দেখা যায়, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারটিতে রাস্তার ওপরে যত্রতত্র পার্কিং ও যানজটময় দুরবস্থা। সপ্তাহে দুদিন হাট বসা এই বাজারটিতে শত শত দোকানপাট, ব্যাংক, বীমাসহ নানা প্রতিষ্ঠান থাকলেও শৃঙ্খলা রক্ষায় নেই কোনো বাজার ব্যবস্থাপনা কমিটি। এতে করে বাজারটিতে যে যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলাসহ নিজের স্বেচ্ছাচারিতা প্রকাশ করছে।

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বাকিলা বাজারের নিয়ন্ত্রণে নেই কোনো সিসি ক্যামেরা। এতে করে বাজারে বেড়েছে বৈদ্যুতিক মিটারসহ দোকানপাটে চুরি, রাস্তায় ছিনতাইসহ নানা অপরাধ। তাছাড়া রাস্তার ওপরে হাটবাজার, অবৈধ দখলে দোকানপাট নির্মাণ, পাবলিক টয়লেট না থাকা, অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে তৈরি হচ্ছে দুর্গন্ধ। ফলে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের যেন শেষ নেই।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “বাজারের উন্নয়নে দ্রুত নির্বাচন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে বাজারে কিভাবে শৃঙ্খলা রাখা যায়, সে পরিকল্পনাও করা হবে।

চাঁদপুর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট আব্দুর জব্বার মোল্লা বলেন, “যানজট ও শৃঙ্খলা ফেরাতে বাকিলায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে। তবে জনবল সংকটে সে ব্যবস্থা করতে কিছুটা সময় বিলম্ব হচ্ছে।”

ঢাকা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়