ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

প্রবাসীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৫ জুলাই ২০২৫  
প্রবাসীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাতিসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুল মিয়া (৩২) ও ওসমান মিয়া (৪০)। তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সৌদি আরবে মারা যান বুঝপুর গ্রামের বাসিন্দা রুবেল। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। সেখান থেকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রামের উদ্দেশে রওনা দেন।

আরো পড়ুন:

চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল ও প্রতিবেশী ওসমান মিয়া। মহাসড়কে ছিটকে পড়ে আহত হন আরেক প্রতিবেশী বশির মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহাবুদ্দিন বলেন, ‘‘লাশবাহী অ্যাম্বুলেন্সটি অতিরিক্ত গতিতে চলছিল। ধারণা করছি, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়