ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

লালপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, মামলা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৬ জুলাই ২০২৫   আপডেট: ০৯:৩৩, ৬ জুলাই ২০২৫
লালপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, মামলা

ফাইল ফটো

নাটোরের লালপুর উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাদিম আলী (৩০) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লালপুর থানায় মামলা করেছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে লালপুর থানার ওসি মমিনুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নাদিম আলী উপজেলার ডহরশৈলা গ্রামের হাসেম আলীর ছেলে।

আরো পড়ুন:

ভুক্তভোগী নারীর দাবি, প্রায় পাঁচ বছর ধরে নাদিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন নাদিম। সম্প্রতি তিনি বিয়ের জন্য নাদিমকে চাপ দেন। গত ৩০ জুন তাকে আটকে কাঁচি দিয়ে তার মাথার চুল এলোমেলো করে কেটে দেন নাদিম। এ ঘটনায় গত শুক্রবার (৪ জুলাই) ভুক্তভোগী থানায় অভিযোগ দেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নাদিম আলী। তিনি জানান, ভিত্তিহীন অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই নারী।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়