ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৭ জুলাই ২০২৫   আপডেট: ১০:১১, ৭ জুলাই ২০২৫
বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় রাকিব হোসাইন মোস্তাকিম না‌মে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেলে শহরের ওয়াপদা গেইট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া মোস্তাকিম জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মোস্তাকিম জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বগুড়া (জেসাব) এর ক্রীড়া সম্পাদক ছিলেন। 

আরো পড়ুন:

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ব‌লেন, ‍“সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় কিছুটা অবহেলা ও অসচেতনভাবে রেললাইনের কাছাকাছি গিয়ে তিনি মোটরসাইকেলসহ দাঁড়িয়ে যান। মোস্তাকিমের পেছনে থাকা আরেক আরোহী মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে নেমে নিরাপদ দূরত্বে চলে যান। এসময় ট্রেনের ধাক্কায়ে মোস্তাকিম মারা যান।” 

তিনি আরো বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়