ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা তরুণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৭ জুলাই ২০২৫   আপডেট: ১৮:০১, ৭ জুলাই ২০২৫
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা তরুণ

পিংকি ও তার স্বামী ঝাং বুথাও

ফেসবুকে পরিচয়, এরপর পরিণয়। প্রেমের টানে খুলনার দাকোপে চলে এসেছেন চীনের সিচুয়ান প্রদেশের তরুণ ঝাং বুথাও। বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে। এই দম্পতিকে দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের। এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি। তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক। ফেসবুকে পিংকির সঙ্গে পরিচয় হয় ঝাং বুথাওর। তবে, তাদের কেউই একে অন্যের ভাষা বুঝতেন না। ভাষা বুঝতে তারা সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে দুইজনের মধ্যে শুরু হয় আলাপ। পরে সম্পর্ক গড়ায় পরিণয়ে। 

আরো পড়ুন:

তখন ঝাং বুথাও সিদ্ধান্ত নেন বাংলাদেশ আসার। গত জুন মাসের শেষে তিনি দেশে আসেন। কয়েকদিন পরই মোংলায় খ্রিস্টান রীতিতে তাদের বিয়ে হয়। এখন এই দম্পতি দাকোপেই আছেন।

সম্প্রতি আসাভুয়া গ্রামে পিংকির বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে মানুষ তাদের দেখতে আসছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন তারা। ঝাং বুথাও-এর কথা বুঝতে না পেরে সবাই আনন্দ উপভোগ করছেন। শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশি খাবারেই মানিয়ে নিয়েছেন ঝাং বুথাওয়ে।

নববধূ পিংকি সরকার বলেন, ‌‍“শ্বশুরবাড়ির লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন। তারাও ‍খুব খুশি। ঝাং বুথাও এখানে ছোট ব্যবসা করার পরিকল্পনা করছে। এর মধ্যেই তিনি আমার পাসপোর্ট ও ভিসা করাবেন। আমার মন চাইলে আমাকে চীনে নিয়ে যাবেন তিনি।”

মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বলেন, “পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভালো। বাংলাদেশের মানুষও অনেক ভালো। আমি এখানে থেকে ব্যবসা করতে চাই।”

পিংকির বাবা স্বপন সরকার বলেন, “প্রথম দিকে জামাইয়ের কথা বুঝতে পারতাম না। মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি। ওর আচার ব্যবহার ভালো। ঈশ্বর ওদের সুখি করুক এটাই প্রার্থনা।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়