ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুর তীর রক্ষা বাঁধে ভাঙন 

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৭ জুলাই ২০২৫   আপডেট: ২০:০৭, ৭ জুলাই ২০২৫
পদ্মা সেতুর তীর রক্ষা বাঁধে ভাঙন 

সোমবার বিকেল সাড়ে ৪টায় হঠাৎ জাজিরার মাঝির ঘাট এলাকায় পদ্মা নদীতে ভাঙন দেখা দেয়।

শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকায় পদ্মার নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তীর রক্ষা বাঁধের ১৫০ মিটার অংশ ধসে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে পাঁচটি বসতঘর ও ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১৫টি স্থাপনা। 

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হঠাৎ ভাঙন দেখা দেয় জাজিরার মাঝির ঘাট এলাকায়। নিমিষেই নদীর গর্ভে চলে যায় আটটি স্থাপনা। এর পরেই ভাঙন থেকে রক্ষায় ঘর ও মালামাল সরিয়ে নিতে থাকেন তীরবর্তী মানুষ। 

এর আগেও অন্তত দুই বার বাঁধটি ভাঙনের শিকার হয়।  পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় ১১০ কোটি টাকা ব্যয়ে ২০১২-২০১৩ অর্থবছরে নির্মাণ করা হয় দুই কিলোমিটার তীর রক্ষা বাঁধ। 

ঢাকা/আকাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়