ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বহিষ্কার 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৪:১৪, ৮ জুলাই ২০২৫
গোপালগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বহিষ্কার 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গণিত শিক্ষক মো. সাঈদুজ্জামানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ঘটনায় সাঈদুজ্জামানকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন এই মর্মে খবর ছড়িয়ে পড়ে। এর জের ধরে সোমবার বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী বিদ্যালয় চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ওই শিক্ষকের শাস্তির দাবি জানান তারা। পরে বিষয়টি জেনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল ঘটনাস্থলে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি সাঈদুজ্জামানকে সাময়িক বহিষ্কার করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়ার বিরুদ্ধেও যৌন হয়রানিসহ নানা অভিযোগ উঠে আসে। তখন তাকেও স্কুল থেকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন তিনি। 

আরো পড়ুন:

নাম প্রকাশ না-করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, প্রতিনিয়ত স্কুলের শিক্ষকরা ছাত্রীদের যৌন হয়রানি করছে। আমরা এর আগেও বলেছি। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগীরা আড়ালে থাকেন। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না। এটা আমাদের স্কুলের জন্য লজ্জা। আমরা একটি সুন্দর পরিবেশে শিক্ষা অর্জন করতে চাই।

‘‘শিক্ষকরা হচ্ছে মা-বাবার সমান। কিন্তু শিক্ষকরাই এখন রক্ষকের স্থানে ভক্ষকের রূপ ধারণ করেছে। স্কুলটিতে এখন যে অবস্থা আমরা আমাদের মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাই,’’ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন একাধিক অভিভাবক।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, ‘‘বিষয়টি জানার সাথে সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে যান। তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন। আমরাও চাই, শিক্ষাঙ্গণ কুলষতা মুক্ত থাকুক।’’

বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়