ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে পাহাড়ে বসবাসকারীদের সরে যাওয়ার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৪৪, ৮ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে পাহাড়ে বসবাসকারীদের সরে যাওয়ার আহ্বান

খাগড়াছড়ির পাহাড় ধসের শঙ্কাপূর্ণ এলাকা মঙ্গলবার ঘুরে দেখেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার

ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। ইতোমধ্যেই জেলা সদরের শালবন, সবুজবাগ ও কুমিল্লা টিলাসহ কয়েকটি স্থানকে ধস প্রবণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থান বা আশ্রয়কেন্দ্রে সরে যেতে আহ্বান জানানো হয়েছে । 

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পাহাড় ধসের শঙ্কাপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় তার সঙ্গে ছিলেন- খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল।

আরো পড়ুন:

জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “প্রাণ আগে, পরে সবকিছু। ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা পরিবারগুলোকে অনুরোধ করছি, বৃষ্টির সময় যেন অবশ্যই নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে খাবার, বিশুদ্ধ পানি এবং থাকার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।”

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রাম জুড়ে। এই অবস্থায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান জেলা প্রশাসক। 

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়