ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ৯ জুলাই ২০২৫  
গোপালগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈর বিরুদ্ধে।

আজ বুধবার (০৯ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মারধরে আহত মনিরুজ্জামান উলুর জামাতা শামীম শেখ। এ সংবাদ সম্মেলনে আহত মনিরুজ্জামান উলু উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম শেখ বলেন, ‘‘আমার শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছেন। গত ১৮ জুন আমার শ্বশুর মনিরুজ্জামান ও শ্যালক জুয়েল মোটরসাইকেল করে ঘের থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিলেন। তারা গোপালপুর এলাকার চাপড়াইল ব্রিজের উপর পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী পথরোধ করেন। তখন আমার শ্বশুর পথ আটকানোর কারণ জানতে চাইলে প্রান্ত বলেন- ‘আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিন্তু আমাদের সহযোগিতা করেন না। আমরা বিএনপির লোক, তাই এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে’।’’

শামীম আরো বলেন, ‘‘তখন আমার শ্বশুর ও শ্যালক তাদের চাঁদা দিতে না চাইলে বাগবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত তাদের নেতা ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেন। কিছু সময় পর জীবেশ কয়েকজন লোক নিয়ে এসে তাদের উপর হামলা করে। তখন আমার শ্বশুর মনিরুজ্জামান উলু গুরুতর আহত হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’’

তিনি আরো বলেন, ‘‘পরে টুঙ্গিপাড়া থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তখন আমরা গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদলত মামলাটি এফআইআর করার নির্দেশ দেন।’’

গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল এ সব কুৎসা রটাচ্ছে। মূলত এ ঘটনার জন্য আমি দায়ী না। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’’ 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়