ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চোয়ালে কলম ধরে পরীক্ষা, জিপিএ-৫ পেয়ে লিতুন জিরার চমক

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১০ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৪৪, ১০ জুলাই ২০২৫
চোয়ালে কলম ধরে পরীক্ষা, জিপিএ-৫ পেয়ে লিতুন জিরার চমক

লিতুন জিরা জানিয়েছে, সে আরো ভালোভাবে লেখাপড়া করে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়

যশোরের মনিরামপুরের লিতুন জিরার দুই হাত আছে কনুই পর্যন্ত। তাই, কলম ধরতে হয় চোয়ালে চেপে। শারীরিক এ প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। অদম্য এ কিশোরী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।

লিতুন জিরা মণিরামপুর উপজেলার সাতনলা খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে। গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বসিত লিতুন জিরার পরিবার। 

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত লিতুন জিরা জানিয়েছে, সে আরো ভালোভাবে লেখাপড়া করে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।

হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই ছেলে-মেয়ের মধ্যে ছোট লিতুন জিরা। বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 

লিতুন জিরা পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা) ও জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। প্রাথমিকে বৃত্তি পেয়েছে সে। ক্লাসে সেরা হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় লিতুন জিরা। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ বা পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমেও উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে সে। তার একাগ্রতা আর অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা।

ঢাকা/প্রিয়ব্রত/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়