প্রাক্তন স্ত্রীর ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাক্তন স্ত্রীর দায়ের করা ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তার মো. স্বপন (৪৮) শ্রীনগর উপজেলার এক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামিম হাসান সরদার জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেছেন, মামলায় অভিযোগ করা হয়েছে, মো. স্বপন তার প্রাক্তন স্ত্রীকে গত ১০ জুন রাতে আপসের কথা বলে ডেকে নিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। পরে একটি বন্ধ ঘরে নিয়ে তাকে মারধর ও ধর্ষণ করেন এবং অশ্লীল ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন স্বপন।
পরে ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা করেন।
স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ঢাকা/রতন/রফিক