সিরাজদিখানে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাহেব আলী। ফাইল ফটো
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির পাশের মদিনা নগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সাহেব আলীর ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘‘নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে সাহেব আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রতন/রাজীব