ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ১২ জুলাই ২০২৫  
শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) বিকেলে শ্রীবরদী পৌরসভার কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল জুব্বার (৬৭)। তিনি পৌর এলাকার চককাউরিয়া এলাকার মৃত ইদু শেখের ছেলে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘পার্শ্ববর্তী জেলা জামালপুর থেকে পাঁচ বন্ধু দুই মোটরসাইকেলে করে শেরপুরে গারো পাহাড়ে ঘুরতে আসেন। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুল জুব্বারকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের চালককেও আটক করা হয়েছে।’’

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়