ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৫ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৫ জুলাই ২০২৫  
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৫ জেলে আটক

দুটি নৌকাসহ ৫ জেলেকে আটক করা হয়

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে দুটি নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাছ ধরার জালসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বর্তমানে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছর জুন মাসের ১ তারিখ থেকে আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত তিন মাস মাছ আহরণ, মধু সংগ্রহ, বনজ সম্পদ আহরণসহ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন, মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ (২৬) আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে। 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, শেলারচরের মানিকখালী খালে অবৈধভাবে মাছ ধরার অপরাধে দুটি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ঢাকা/শহিদুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়