ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির ওপর হামলা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ১৬ জুলাই ২০২৫  
এনসিপির ওপর হামলা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের নগরজালফৈ এলাকায় বিক্ষোভ হয়েছে।

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বুধবার (১৬ জুলাই) বিকেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

আরো পড়ুন:

অবরোধের কারণে উত্তরবঙ্গগামী লেনে যানজটের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আধাঘণ্টা পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, আন্দোলনকারীরা টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সড়ক অবরোধ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন, সদস্য ইসরাত জাহান রুমি।

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়