হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী নগরে এনসিপির বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের অলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে বিক্ষোভ শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা। কর্মসূচিতে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলের আগে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, ‘‘আমাদের সমাবেশে নৃশংস হামলা হয়েছে। সকাল থেকে আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই।’’
ঢাকা/কেয়া/বকুল