ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই আন্দোলনে হামলার ভিডিও প্রকাশ করায় হত্যার হুমকি

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৩৫, ১৭ জুলাই ২০২৫
জুলাই আন্দোলনে হামলার ভিডিও প্রকাশ করায় হত্যার হুমকি

সজীব হোসেন। ফাইল ফটো

ঝিনাইদহে গত বছরের জুলাইয়ে আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের চালানো হামলার ভিডিও ফেসবুকে প্রচার করায় শিমুল হোসেন (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ জেলার সভাপতি সজীব হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিমুল। ঘটনার পরপরই ছাত্রলীগ নেতার হুমকি দেওয়া একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন:

অভিযুক্ত সজীব জেলার শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের আনজির হোসেনের ছেলে। গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক তিনি।

জিডিতে শিমুল হোসেন উল্লেখ করেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি জুলাই আন্দোলনে হামলার ভিডিও ফেসবুকে প্রচার করেন।

মঙ্গলবার দুপুরে তিনি শহরের ২ নম্বর পানির ট্যাংকি পাড়ায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় ছাত্রলীগের ঝিনাইদহ জেলার সভাপতি সজীব হোসেন ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে, কেন ভিডিও শেয়ার করা হয়েছে জানতে চান।

জবাবে শিমুল বলেন, ‘‘এই ভিডিও তো সবাই শেয়ার করেছে। আমি করলে দোষ কি? ছাত্রলীগ নেতা সজীব বলেন, সবাই করুক তুই করবি ক্যা। একপর্যায়ে হুমকি দিয়ে সজীব বলেন, জুলাই তো আরো আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তুমার চোখে গুলি করে হত্যা করা হবে।’’

এদিকে হুমকি দেওয়া অডিও কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্র নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

এ বিষয়ে জানতে সজীব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শিমুল হোসেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সমন্বয়ক এলমা খাতুনের স্বামী।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়