গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল, শুক্রবার ৩ ঘণ্টা বিরতি
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে কথা বলেন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে কারফিউ শুক্রবার (১৮ জুলাই) ৩ ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলমান থাকবে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৭ জলাই) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বিভাগীয় কমিশনার বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারফিউ শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর তিন ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।”
বুধবার দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভাকে কেন্দ্র করে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ জারি করেছিল স্থানীয় প্রশাসন।
ঢাকা/বাদল/সাইফ