ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘গোপালগঞ্জকে আশপাশের জেলায় ভাগ করে দিলে ভালো হয়’

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ২২:১৯, ১৭ জুলাই ২০২৫
‘গোপালগঞ্জকে আশপাশের জেলায় ভাগ করে দিলে ভালো হয়’

জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘‘গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। এ জেলা মানচিত্রে না থাকাই ভালো।’’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নিব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছে তারা এর সঙ্গে জড়িত।’’

সমাবেশে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন প্রমুখ।

তারা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। গোপালগঞ্জের পুলিশ সুপার এই ঘটনার দায় এড়াতে পারেন না। তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়