ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৮ জুলাই ২০২৫   আপডেট: ১২:২২, ১৮ জুলাই ২০২৫
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাণ্ড ঘটিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজ রোড এলাকায় ওই তোরণে অগ্নিসংযোগ করা হয়।

আরো পড়ুন:

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেছেন, “মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আগুন লাগিয়েছে। আমাদের একটি তোরণ পুড়ে গেছে। নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেছেন, “সকালে আমরা ঘটনার বিষয়ে শুনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি নিশ্চিত নই। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে, শুক্রবার দুপুরে পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন এনসিপির নেতারা। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে পদযাত্রা শুরু করার কথা রয়েছে তাদের।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়