আগের নিয়মে আর নির্বাচন হতে পারে না: হাসনাত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “একটি দল নির্বাচন ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আগের নিয়মে আর নির্বাচন হতে পারে না।”
তিনি বলেন, “পক্ষপাত করে রেফারিসহ ২২ জন একসঙ্গে গোল দিয়েছে—এভাবে আর চলতে পারে না। যারা পেনাল্টির পক্ষে দাঁড়ায়, তাদের রেড কার্ড দেখাতে হবে। খেলার নিয়ম পরিবর্তন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।”
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় তিনি এসব কথা বলেন। শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এ পথসভা অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, “নোবেলের লোভে খুনি শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছেন। কক্সবাজারের জীববৈচিত্র এবং পরিবেশ বাঁচাতে হলে দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান করা জরুরি।”
এনসিপির এ নেতা বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে ভাবতে হবে। যেমন এই অঞ্চলে অপার সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। এর মধ্যে বড় সমস্যা ছিল ‘ট্যাবলেট বদি’, যাকে উৎখাত করা হয়েছে। এখন আমাদের লড়াই হবে ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধে।”
কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের পর্যটন শিল্পের প্রসার এবং বিকাশের জন্য কথা বলতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে। কক্সবাজারের মানুষের সঙ্গে কথা বলতে হবে। মৎস্য ও লবণ চাষিদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। ব্লু ইকোনমিতে বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন- এনসপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সামান্থা শারমিন, এসএম সুজা উদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।
ঢাকা/তারেকুর/মাসুদ