ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির ঈদগাঁও ও চকরিয়ার সভা পণ্ড

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ২২:২৫, ১৯ জুলাই ২০২৫
বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির ঈদগাঁও ও চকরিয়ার সভা পণ্ড

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার পর দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়া উপজেলা সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুই উপজেলায় সমাবেশ করতে না পেরে এনসিপি নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে কক্সবাজার থেকে বান্দরবান চলে গেছেন।

শনিবার (১৯ জুলাই) রাতে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন। এর আগে, দুপুরে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘গডফাদার’ ও ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারী।

আরো পড়ুন:

এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পরপরই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারে সমাবেশ শেষে এনসিপির গাড়িবহর ঈদগাঁওয়ের উদ্দেশে যাত্রা করে। পথে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে তাদের পদযাত্রা স্থগিত হয়। পরে এনসিপি নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে কক্সবাজার থেকে বান্দরবানে চলে যান।

এদিকে, চকরিয়ায় এনসিপির নির্ধারিত সমাবেশস্থল বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর কিছু ঘটেনি।”

কক্সবাজার জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাহউদ্দিন আহমদ শুধু কক্সবাজার নয়, সারা বাংলাদেশের অহংকার। তার নামে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করে নাসিরুদ্দীন প্রমাণ করেছেন, যে তিনি পরিবার ও সমাজ থেকে কোনো শিক্ষা নেননি।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়