ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ২ ভাই গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৩ জুলাই ২০২৫  
লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ২ ভাই গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জামায়াত নেতা কাউছার আহমদ মিলনকে (৫৫) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৩ জুলাই) দুপুরে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার আদিলপুর গ্রামের মো. বাবুলের ছেলে রনি (২২) ও রকি (২০)। নিহত মিলন সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে কাউছারদের সঙ্গে অভিযুক্তদের বিরোধ ছিল। এর জেরে, গত ৫ জুন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাউসারের ভাই আফতাব হোসেন আরজুর ওপর হামলা করে। ঘটনাটি দেখে কাউছার তার ভাইকে বাঁচাতে যায়।

এ সময় তার মাথার পেছনে লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্তরা হাসপাতালে গিয়েও ভুক্তভোগীদের হত্যার হুমকি দেন। এতে ভয়ে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন।

ওই দিন সন্ধ্যায় কাউছারের অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলা করেন।

ঢাকা/জাহাঙ্গীর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়