চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় দায়ের করা পাঁচটি মামলায় বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, কোতোয়ালি থানায় দায়ের করা আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়ে আজ আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা থেকে আসা অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একটি আইনজীবী দল।
ঢাকা/রেজাউল/রফিক