ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৩৩, ২৭ জুলাই ২০২৫
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার কয়েক শ শ্রমিক।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চালক ও সাধারণ যাত্রীরা। প্রায় ৪ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আরো পড়ুন:

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সাত মাস ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ প্রতিনিয়ত আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।

মনির হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘‘কাজ করেও বেতন পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’’

রুহুল আমিন নামে আরেক শ্রমিক বলেন, ‘‘আগামী ১ আগস্টের মধ্যে সাত মাসের এরিয়ার বিল পরিশোধ করতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে উপযুক্ত নিয়োগ, অযোগ্যদের অপসারণসহ মোট ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি।’’

এ বিষয়ে আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘‘শ্রমিকদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু, শ্রমিকরা আমাদের না জানিয়ে মহাসড়ক অবরোধ করেছেন।’’

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু, তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।’’

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়