ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যাচেষ্টা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১ আগস্ট ২০২৫  
হত্যাচেষ্টা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ফজলে এলাহী ফুলু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলা ফজলে এলাহী ফুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ফুলুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।

আরো পড়ুন:

গ্রেপ্তার ফজলে এলাহী ফুলুর বাড়ি রংপুর মহানগরীর পীরজাবাদ যুগীপাড়া এলাকায়। তিনি মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টার অভিযোগে ফজলে এলাহী ফুলুর বিরুদ্ধে মামলা করেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়