সাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আব্দুল মোনাফ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া সৈকত থেকে।
শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নাজিরপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া জেলের নাম আব্দুল মোনাফ (৪০)। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, আজ শনিবার সকালে নাজিরপাড়া সৈকতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মারা যাওয়া ব্যক্তির ভাই গিয়ে পরিচয় শনাক্ত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, কয়েকদিন আগে আব্দুল মোনাফসহ সাত জেলে মাছ শিকারে সাগরে যান। এসময় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। পরে পাঁচজনকে উদ্ধার করা হলেও দুই জেলে নিখোঁজ ছিলেন। তাদের একজন ছিলেন মোনাফ। শনিবার সকালে সাগরের জোয়ারে তার মরদেহ ভেসে আসে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/তারেকুর/মাসুদ