ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পথভোলা শিশু ট্রেনে পঞ্চগড়ে, ফিরতে চায় পরিবারে

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৩ আগস্ট ২০২৫  
পথভোলা শিশু ট্রেনে পঞ্চগড়ে, ফিরতে চায় পরিবারে

পথ ভুলে পঞ্চগড়ে আসা শিশু রিয়াদ

ট্রেনে চড়ে পথ ভুলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে পঞ্চগড়ে চলে আসা এক শিশুকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বর্তমানে সে নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং পরিবারের কাছে ফিরে যেতে চায়। শিশুটির নাম রিয়াদ, বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর।

রবিবার (৩ আগস্ট) বিকেলে শিশুটিকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আহছানিয়া মিশন শিশু নগরীতে হস্তান্তর করে পুলিশ। প্রতিষ্ঠানটির সমাজকর্মী ইউসুফ আলী থানায় গিয়ে শিশুটিকে বুঝে নেন।

শনিবার (২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পঞ্চগড় রেল স্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সদর থানা পুলিশ। শিশুটির দেয়া তথ্যমতে, তার বাবার নাম ইব্রাহিম এবং মার নাম নুর নাহার। বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। এর বেশি কিছু বলতে পারছে না। কোথা থেকে ট্রেনে উঠে কীভাবে পঞ্চগড়ে এসেছে, সে বিষয়েও সে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, রাত ২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে রেল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সে নিরাপদে আছে এবং তার পরিবারের খোঁজ করা হচ্ছে। কেউ তাকে চিনে থাকলে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।

আহছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী জানান, তাদের নগরীতে এতিম ও পথশিশুদের লালন-পালন এবং লেখাপড়া করানো হয়। শিশু রিয়াদের পরিবারের সন্ধান না পেলে তাকেও এখানে সব ধরণের সুযোগ-সুবিধা দিয়ে বড় করা হবে।

পরিবার বা আত্মীয়স্বজনের কেউ শিশুটিকে চিনে থাকলে যোগাযোগ করতে পারেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পঞ্চগড় সদর থানা, মোবাইল ০১৩২০১৩৮৩৭১, ০১৭৫৫৪৯৭৪৯৭.

ঢাকা/নাঈম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়