ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত, হেলপার আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ২১:১৫, ৩ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত, হেলপার আহত

ফাইল ফটো

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী। রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ মোল্লা। তার বাড়ি শরীয়তপুরে। আহত রাসেলের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন নলকা গ্রামে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রাক ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তার ওপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা মারা যান। আহত হন হেলপার। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মালবাহী ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়