ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ ওএসডি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৩৯, ৪ আগস্ট ২০২৫
আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ ওএসডি

মো. আমান উল্লাহ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার জায়গায় কলেজের বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক শাকির হোসনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আমান উল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়।

আরো পড়ুন:

মো. আমান উল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এবং কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ ছিল।

কলেজটির শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। 

অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে তিনি তার রাজনৈতিক পরিচয়ের ব্যাপক সুবিধা ভোগ করেছেন। তাছাড়াও, শিক্ষক পরিষদ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে তিনি নিয়ম ভঙ্গ করে নিজের অনুসারীদের প্রাধান্য দিতেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের মদদ দিয়েছেন এবং তাদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগও উঠেছিল।

এসব কারণে কলেজের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কয়েকবার।

অধ্যক্ষ আমান উল্লাহর ওএসডি হওয়ার খবর ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা তার বিদায়কে কলেজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

এ বিষয়ে জানতে সদ্য সাবেক অধ্যক্ষ আমান উল্লাহর মোবাইলে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়