ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়ের বউভাতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৬ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৩২, ৬ আগস্ট ২০২৫
মেয়ের বউভাতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবার

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (৬ আগস্ট) দুপুরে গফরগাঁও-হোসেনপুর সড়কের নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুঞ্জু মিয়া (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে আলাউদ্দিন (৬০)।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মুঞ্জু মিয়ার মেয়ে মীম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার দুপুরে মীমের শ্বশুরবাড়ি বউভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে আত্মীয়স্বজন নিয়ে বের হন মুঞ্জু মিয়া। অটোরিকশা দিয়ে যাওয়ার পথে বালুবাহী একটি ড্রাম ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, ‘‘হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।’’

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়