রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রামগতি উপজেলার বয়ারচর ব্রিজ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। সবাই রায়পুর উপজেলার চর বংশী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন এবং একজন নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেছেন, দগ্ধ দুজনকে আমাদের এখানে আনা হয়েছিল। তাদের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।
রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানিয়েছেন, দগ্ধ জেলেদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা/লিটন/রফিক