চাঁদপুরে পিকআপ চাপায় ২ বন্ধু নিহত
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরে পিকআপ চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে অমি ঢালী ও কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস। সম্পর্কে তারা বন্ধু।
এর মধ্যে, অমি ঢালী পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, কিশোর চন্দ্র দাস এ বছর বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‘‘দুই বন্ধু মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অমরেশ/রাজীব