ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ১১ নারী আটক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:২৬, ৮ আগস্ট ২০২৫
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ১১ নারী আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শুক্রবার ভোরে তেঁতুলিয়া সীমান্তে আটক নারীরা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১১ জন নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমজোয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি।

আরো পড়ুন:

৫৬ বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুটি দল অভিযানে নামে। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতর থেকে ১১ নারীকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন। আটকদের কাছ থেকে নগদ ৭০০ টাকা জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়