ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৪১, ৮ আগস্ট ২০২৫
শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফাইল ফটো

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মমিনউদ্দীন খান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) উপজেলার বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনউদ্দীন খান উপজেলার চর বাচামারা এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, মমিন উদ্দিন বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়