ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নেসহ আটক ৪

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:২৬, ৯ আগস্ট ২০২৫
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নেসহ আটক ৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

শনিবার (৯ আগস্ট) সকালে ঝিনাইদহের স্বরূপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ তিন দালাল জেলেপোতা মাঠ দিয়ে রিয়াজ উদ্দিনকে ভারতে পাঠানোর সময় স্থানীয়দের হাতে আটক হন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্যামকুর বিওপি ও মহেশপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

আরো পড়ুন:

স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম তরু জানিয়েছেন, দালালরা রিয়াজ উদ্দিনকে মাঠের মধ্যে দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফিরে আসে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে রিয়াজ উদ্দিন বলেন যে, দালালরা তাকে তিন দিন ধরে আটক রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়েছে। বিষয়টি থানায় জানালে এসআই আলমগীর ঘটনাস্থলে হাজির হন। খবর পেয়ে বিজিবি সদস্যরাও আসেন। পরে তাদেরকে থানায় নেওয়া হয়।

অপর দালালরা হলেন— পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। তারা মানবপাচার ও চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, চারজনকে থানা নিয়ে আসা হয়েছে। একজনের বাড়ি চাঁদপুর মতলব থানায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা আছে। 

ঢাকা/সোহাগ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়