ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অটোরিকশার ৬ যাত্রী

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৯ আগস্ট ২০২৫  
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অটোরিকশার ৬ যাত্রী

বগুড়ার শাজাহানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিন অটোরিকশার ৬ যাত্রী।

শনিবার (৯ আগস্ট) উপজেলার বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বগুড়াগামী এম আর পরিবহনের একটি বাসের সামনের চাকা পাংচার হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

আহতরা হলেন- উপজেলার জুসখোলা গ্রামের শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়ার রেশমী (৩২), দোলেনা (৫০), সালমা (৪৮),  খোট্টাপাড়ার মোকছেদুল (৫০) এবং অজ্ঞাত এক ব্যক্তি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে নিউরো সার্জারি, সার্জারি ও অর্থো সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন।

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়