ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইনজীবী আজাদ হত্যা: সাবেক এমপি বাহারের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ১০ আগস্ট ২০২৫  
আইনজীবী আজাদ হত্যা: সাবেক এমপি বাহারের বিরুদ্ধে চার্জশিট

আইনজীবী আবুল কালাম আজাদ

কুমিল্লায় আলোচিত আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম চার্জশিট জমা দেন।

ওসি মহিনুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় গণঅভ্যুত্থানের পর বিজয় মিছিল করার সময় অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ গুরুতর আহত হয়। পরে ১৬ আগস্ট ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন:

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাড়ি কুমিল্লা নগরীর রাণীর দিঘীর দক্ষিণপাড়ে। আর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। এই চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হলো। 

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়