নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গুলির শব্দ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে গুলির শব্দ শোনা গেছে। রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১০টার পরে মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার সীমান্ত পিলার ৩৪ ও ৩৫ এর মাঝামাঝি শূন্যরেখা থেকে প্রায় ৩০০-৩৫০ মিটার দূরে ৭ থেকে ১০ মিনিট ধরে অন্তত ৩০-৪০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে, বাংলাদেশের ভেতরে কোনো গুলি আসেনি।
বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘‘মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, আরাকান আর্মি ও রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা বা আরএসওর মধ্যে গোলাগুলি হতে পারে। তবে, সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘটনার পর বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।’’
স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ ভূট্টো বলেন, ‘‘হঠাৎ সীমান্তের ওপরে গুলির শব্দে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’’
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ঘুমধুম সীমান্তের ওপারে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।
ঢাকা/তারেকুর/রাজীব