দিনাজপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ৬
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর লিলিসা বেসরা নামে দেড় বছর বয়সী এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসার জন্য আটক করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামের একটি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।
নিহত শিশু একই উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের বুরিকাঁঠাল ঠসারমোড় গ্রামের দিনেশ বেসরার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সকালে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামে শিশুটি তার পরিবারের সঙ্গে রাবনের মেয়ে কেয়ার বিয়ে খেতে আসে। ওইদিন বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি।
পরে সোমবার সকালে এলাকাবাসী একটি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা শিশুটির লাশ সনাক্ত করে এবং পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। জোরালো তদন্ত চলছে।”
ঢাকা/মোসলেম/মেহেদী