ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, একইদিন সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ছেলে।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাকে (নুরুল ইসলাম) আটক করে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে ফেরত দিয়েছে। তিনি কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”
ঢাকা/সাহাব/মাসুদ