ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৩ আগস্ট ২০২৫  
ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মঙ্গলবার বিকেলে স্বর্ণ জব্দ করে বিজিবি সদস্যরা। ইনসেট: জব্দকৃত ১৫টি স্বর্ণের বার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার পলিয়ানপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ হয়।

আরো পড়ুন:

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে ভারতে যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি তার হাতে থাকা পলিথিনে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যান। পরে পোটলা খুলে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা। স্বর্ণগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়