ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:২৬, ১৩ আগস্ট ২০২৫
অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নারীর মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্স

খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক। তার নাম জানাতে পারেনি পুলিশ।

আরো পড়ুন:

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনজার্জ মো. ফজলুল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করাতে আজ সকালে একটি অ্যাম্বুলেন্সে খুলনায় রওনা হন ময়না। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।

স্থানীয় ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চারজনকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বলেন, ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের যাত্রীদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়