ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য আহত 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৪৮, ১৪ আগস্ট ২০২৫
ফেনীতে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য আহত 

ফাইল ফটো

ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামে বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইন্স মেসে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

এ ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন্সের মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। ওই মামলায় আলী মনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পাইকপাড়া এলাকার মৃত মোজায়েরের ছেলে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে। 

পুলিশ সূত্র জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইন্সে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন্সের মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন আলী মনোয়ার। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করে পুলিশ। 

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‍“আহত আনসার সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” 

ঢাকা/সাহাব/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়